Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র

কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র

১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ

মণিরামপুর ,যশোর।

 

১। ইউনিয়নের নামঃ ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ,ডাকঘর-মনোহরপুর,

   উপজেলা-মণিরামপুর ,জেলা-যশোর।

 

২। ইউনিয়নের আয়তনঃ ১৮.০৮ বর্গ কি:মি:

 

৩। ইউনিয়নের কৃষি তথ্য অনুয়ায়ী জনসংখ্যাঃ সর্ব মোটঃ ১৫,১৫৫ জন ।তাদের মধ্যে  

   পুরুষ : ৭৫৪৫ জন, নারী     :    ৭৬১০ জন।

 

৪।  ইউনিয়নের খাদ্য শস্যের চাহিদা  :    বাৎসরিক : ২৩০৮.২৭ মেট্রিক টন।

৫।  মোট খাদ্য শস্য উৎপাদন    :    ৩২২৪.২৫ মে:টন।

 

৬।  খাদ্য শস্য উদ্বৃত্ত          :    ৯১৫.৯৮ মে:টন।

৭।শিক্ষার হার                    :    ৮১%

 

৮।প্রতি বর্গ কি:মিটারে লোক সংখ্যা  :    ৮৩৮ জন(প্রায়)

 

৯।ইউনিয়নের মোট পরিবারের      :    ৩৩৫৬ খানা

 

১০।ইউনিয়নের আওতাভুক্ত জমির পরিমানঃ

আবাদী

জলাশয়

স্থায়ী পতিত

স্থায়ী ফল বাগান

স্থায়ী বন

সাময়িক পতিত

সর্ব মোট/হে:

১৬১৫

৬০

৯৩

০৪

  --

৩৫

১৮০৭ হেক্টর

১১। ভূমির ব্যবহার : ক). নীট ফসলী জমি : ১৬১৫ হে:, খ). এক ফসলী জমি: ১২৫ হে:,

                গ). দুই ফসলী জমি : ১১৬৫ হে:, ঘ) তিন ফসলী জমি: ৩২৫ হে:,

                ঙ).মোট ফসলী জমি : ৩৪৩০ হে:।

১২।ফসলের নিবিঢ়তা : ২১২.৩৮ %

 

১৩। ইউনিয়নে ব্যবহৃত আধুনিক কৃষি যন্ত্রপাতির সংখ্যা: ক).অগভীর নলকুপ, খ)বিদ্যুৎ ব্যবহৃত -৩৬ টি,

    ডিজেল -৭৫০ টি। গ)এল এল পি : ডিজেল-১৫ টি ।ঘ)পাওয়ার টিলার ০৫ টি।

    ঙ) প্যাডেল থ্রেসার ৪৭৫ টি।

 

১৪। বেসরকারি প্রতিষ্ঠানের নাম : ক).বাংলাদেশ ফাউন্ডেশন, খ)ব্রাক, গ)আশা, ঘ). মা ও শিমু স্বাস্থ্য ফাউন্ডেশন,

   ঙ).আদদ্বীন,চ)জাগরণী চক্র ফাউন্ডেশন।

 

১৫।ইউনিয়নের NATP প্রকল্প আওতায় CIG গ্রুপের তথ্য :

·        কৃষি অফিসারের আওতায় মোট ১০ জন। পুরুষ-৭ জন,মহিলা-৩ জন,

·        প্রাণী সম্পদ অফিসারের ৩ টি।

·        মৎস্য অফিসারের ২ টি ।

·        সর্ব মোট CIG গ্রুপের সংখ্যা-১৫ টি।

 

ইউনিয়নের সকল কৃষি তথ্য এই কেন্দ্র থেকে পাওয়া যায়।এখানে একজন সরকারী কৃষি কর্মকর্তা আছেন।হেলাল উদ্দীন ইউনিয়ন কৃষি উপ কর্মকর্তা।সার্বক্ষনিক যহযোগিতা দিয়ে খাকেন সকল ইউনিয়ন কৃষকদের।যারা কৃষি বিষয়ে অনেক উপকার পেয়ে থাকেন।