কপোতাক্ষ নদীর পার্শ্বে অবস্থিত মনোহরপুর ইউনিয়ন, এখানে প্রায় ৪০,০০০হাজার লোক বাসকরে, তারমধ্যে মুসলমান ৯৮%, হিন্দু ১.৫০% .৫০% খ্রিষ্টান। মনোহরপুর ইউনিয়নটি মনোহরপুর তথা শ্রী নদীর পাড়ে অবস্থিত। শ্রী নদীর শ্রোত যখন প্রখ্যাত আলেম ও বুজুর্গ গাজীর আশার আঘাতে তথা লাঠির বাড়িতে বিলিন হয়ে গিয়েছিল তথা নদীর শ্রোত মানুষের মনকে হরন করে নিয়েছিল ছিল। সেই থেকে মনোহরপুর হওয়ার কারনে এই জনপদের নাম মনোহরপুর রাখা হয়েছিল। যাহা বর্তমানে শিক্ষা দীক্ষায় ঐতিহ্যবাহী মনোহরপুর ইউনিয়ন নামে পরিচিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS